আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং: ৫৯৪২
আন্তর্জতিক নং: ৬৩৮৪

পরিচ্ছেদঃ ৩৩৯৩. উঁচু জায়গায় উঠার সময়ের দুআ।

৫৯৪২। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক সফরে আমরা নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। যখন আমরা উঁচু জায়গায় উঠতাম, তখন উচ্চস্বরে আল্লাহু আকবার বলতাম। তখন নবী (ﷺ) বললেনঃ হে লোকেরা! তোমরা নিজেদের জানের উপর দয়া করো। কারণ, তোমরা কোন বধির অথবা অনুপস্থিতকে আহ্বান করছ না বরং তোমরা আহ্বান করছ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সত্তাকে। কিছুক্ষণ পর তিনি আমার কাছে এলেন, তখন আমি মনে মনে পড়ছিলামঃ ″লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ″ তখন তিনি বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়স! তুমি পড়োঃ লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। কারণ এ দুআ হল জান্নাতের রত্নভাণ্ডার সমূহের অন্যতম। অথবা তিনি বললেনঃ আমি কি তোমাকে এমন একটি বাক্যের সন্ধান দেব না যেটি জান্নাতের রত্নভাণ্ডার সমূহের একটি রত্ন? সেটি হল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন