আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৭৪
৩৩৮৭. বার্ধক্যের অসহায়ত্ব এবং দুনিয়ার ফিতনা আর জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া।
৫৯৩৪। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) বলেন, নবী (ﷺ) যেসব বাক্য দিয়ে আল্লাহর আশ্রয় চাইতেন, সেসব বাক্য দ্বারা তোমরাও আশ্রয় চাও। তিনি বলতেন “ইয়া আল্লাহ! আমি কাপুরুষতা থেকে, আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই। আমি বার্ধক্যের অসহায়ত্ব থেকে আপনার আশ্রয় চাই। আর আমি দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার আশ্রয় চাই।
