আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
হাদীস নং: ৫৮৫১
আন্তর্জতিক নং: ৬২৮৮
পরিচ্ছেদঃ ৩৩৩৫. তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দু’জনে কানে কানে কথা বলবে না।
এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণীঃ হে মু'মিনগণ! যখন গোপন পরামর্শ কর, সে পরামর্শ যেন পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতা সংক্রান্ত না হয়........ মু'মিনগণ আল্লাহর উপরই নির্ভর করবে” (৫৮ঃ ৯-১০)।
এবং আল্লাহর বাণীঃ হে মু'মিনগণ! তোমরা রাসূলের সঙ্গে চুপিচুপি কথা বলতে চাইলে তাঁর পূর্বে সাদ্কা প্রদান করবে ....... তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত (৫৮ঃ ১২-১৩)।
এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণীঃ হে মু'মিনগণ! যখন গোপন পরামর্শ কর, সে পরামর্শ যেন পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতা সংক্রান্ত না হয়........ মু'মিনগণ আল্লাহর উপরই নির্ভর করবে” (৫৮ঃ ৯-১০)।
এবং আল্লাহর বাণীঃ হে মু'মিনগণ! তোমরা রাসূলের সঙ্গে চুপিচুপি কথা বলতে চাইলে তাঁর পূর্বে সাদ্কা প্রদান করবে ....... তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত (৫৮ঃ ১২-১৩)।
৫৮৫১। আব্দুল্লাহ ইবনে ইউসুফ ও ইসমাঈল (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কোথাও তিনজন লোক থাকে, তবে তৃতীয়জনকে বাদ দিয়ে দু’জনে মিলে চুপি চুপি কথা বলবে না।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন