আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২৮৪
৩৩৩২. যার জন্য যেভাবে সহজ হয়, সেভাবেই বসা।
৫৮৪৮। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) বর্ণনা করেন, নবী (ﷺ) দু’রকমের লেবাস এবং দু’ধরনের বিক্রয় নিষেধ করেছেন। পেচিয়ে কাপড় পরিধান করা থেকে এবং এক কাপড় পরে এহতেবা করা থেকে, যাতে মানুষের লজ্জাস্থানের উপর কোন কাপড় না থাকে এবং “মুলামাসা ও মুনাবাযা” বেচা-কেনা থেকেও (নিষেধ করেছেন)।
হাদীসটি যুহরী রাহঃ থেকে আরো একাধিক সূত্রে বর্ণিত হয়েছে।
হাদীসটি যুহরী রাহঃ থেকে আরো একাধিক সূত্রে বর্ণিত হয়েছে।


বর্ণনাকারী: