আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২৩৭
৩২৯৯. পরিচিত ও অপরিচিত সকলকে সালাম করা।
৫৮০৩। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু আইয়ুব (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ কোন মুসলমানের পক্ষে তার কোন ভাইয়ের সাথে তিন দিনের বেশী এমনভাবে সম্পর্কচ্ছেদ করে থাকা বৈধ নয় যে, তারা দুজনের দেখা সাক্ষাত হলেও একজন এদিকে অপরজন অন্যদিকে চেহারা ফিরিয়ে রাখে। তাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি, যে প্রথমে সালাম দিবে।
সুফিয়ান (রাহঃ) বলেন যে, এ হাদীসটি আমি যুহরী (রাহঃ) থেকে তিনবার শুনেছি।
সুফিয়ান (রাহঃ) বলেন যে, এ হাদীসটি আমি যুহরী (রাহঃ) থেকে তিনবার শুনেছি।
