আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২১৮
৩২৮৩. বিস্ময়বোধে "আল্লাহু আকবার" ও "সুবহানাল্লাহ" বলা।
৫৭৮৫। আবুল ইয়ামান (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদিন নবী (ﷺ) ঘুম থেকে উঠে বললেনঃ সুবহানাল্লাহ! অন্ধকার রাতে কত যে ধন-ভাণ্ডার এবং কত যে বিপদ-আপদ নাযিল করা হয়েছে। কে আছ, যে এ হুজরাবাসিনীদের অর্থাৎ তার বিবিদের জাগিয়ে দেবে? যাতে তারা নামায আদায় করে। দুনিয়ার কত কাপড় পরিহিতা, আখিরাতে উলঙ্গ হবে!
উমর (রাযিঃ) বর্ণনা করেন, আমি একদিন নবী (ﷺ) কে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার বিবিগণকে তালাক দিয়েছেন? তিনি বললেনঃ না। তখন আমি বললামঃ আল্লাহু আকবার।
উমর (রাযিঃ) বর্ণনা করেন, আমি একদিন নবী (ﷺ) কে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার বিবিগণকে তালাক দিয়েছেন? তিনি বললেনঃ না। তখন আমি বললামঃ আল্লাহু আকবার।
