আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৯০
৩২৬৯. ‘হাযন’ নাম রাখা।
৫৭৫৭। ইসহাক ইবনে নসর (রাহঃ) ......... সাঈদ ইবনে মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত যে, তার পিতা নবী (ﷺ) এর নিকট আসলেন। তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমার নাম কি? তিনি বললেনঃ হাযন। নবী (ﷺ) বললেনঃ বরং তোমার নাম ‘সাহল’। তিনি বলেনঃ আমার পিতা আমার যে নাম রেখেছেন, তা অন্যকোন নাম দিয়ে আমি বদলাব না। ইবনে মুসাইয়্যাব (রাহঃ) বলেনঃ এরপর থেকে আমাদের বংশের মধ্যে কঠিনতাই চলে এসেছে।
আলী ও মাহমুদ রাহঃও আব্দুর রাজ্জাক রাহঃ থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
আলী ও মাহমুদ রাহঃও আব্দুর রাজ্জাক রাহঃ থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।


বর্ণনাকারী: