আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮- নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং: ৫৬৬
আন্তর্জতিক নং: ৫৯৩
পরিচ্ছেদঃ ৩৮৪। আসরের পর কাযা বা অনুরূপ কোন নামায আদায় করা।
৫৬৬। মুহাম্মাদ ইবনে আরআরা (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যে দিনই আসরের পর আমার কাছে আসতেন সে দিনই দু’রাকআত নামায আদায় করতেন।**
**পূর্বে উল্লিখিত একটি হাদীসে বর্ণনা করা হয়েছে যে, আসরের পর আর কোন নামায নেই। অথচ এ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর দু' রাক'আত পড়েছেন। এ দু' রাক'আত রাসূলুল্লাহ (ﷺ)-এর ব্যক্তিগত আমল ছিল। উম্মতের জন্য তা অনুসরণীয় নয়।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন