আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৫৬৫
আন্তর্জতিক নং: ৫৯২

পরিচ্ছেদঃ ৩৮৪। আসরের পর কাযা বা অনুরূপ কোন নামায আদায় করা।

৫৬৫। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, দু’রাকআত নামায রাসূলুল্লাহ (ﷺ) প্রকাশ্যে বা গোপনে কোন অবস্থাতেই ছাড়তেন না। তা হল ফজরের নামাযের আগের দু’রাকআত ও আসরের পরের দু’রাকআত।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন