আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৫৩২
আন্তর্জতিক নং: ৫৯৫৭

পরিচ্ছেদঃ ৩১৫১. ছবির উপর বসা অপছন্দনীয়।

৫৫৩২। হাজ্জাজ ইবনে মিনহাল (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি একবার ছবিযুক্ত গদি খরীদ করেন। নবী (ﷺ) (বাহির থেকে এসে এ অবস্থা দেখে) দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন, প্রবেশ করলেন না। আমি বললামঃ যে কাজ আমি করেছি তা থেকে আল্লাহর কাছে তাওবা করছি। তিনি জিজ্ঞাসা করলেনঃ এ গদি কিসের জন্য? আমি বললামঃ আপনি এতে বসবেন ও হেলান দিবেন। তিনি বললেনঃ এসব ছবির নির্মাতাদের কিয়ামতের দিন আযাব দেওয়া হবে। তাদের বলা হবে, যা তোমরা তৈরী করেছিলে, সেগুলো জীবিত কর। আর যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফিরিশতা প্রবেশ করেন না।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৫৫৩২ | মুসলিম বাংলা