আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৪৯
৩১৪৭. ছবি।
৫৫২৫। আদম (রাহঃ) ......... আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ ফিরিশতা ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং ঐ ঘরেও না, যে ঘরে ছবি থাকে।
লাঈস (রাহঃ) সূত্রে ..….... আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) থেকে (এ বিষয়ে) শুনেছি।
লাঈস (রাহঃ) সূত্রে ..….... আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) থেকে (এ বিষয়ে) শুনেছি।


বর্ণনাকারী: