আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৯০
৩১২৩. নখ কাটা।
৫৪৭০। আহমদ ইবনে আবু রাজা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নাভির নীচের পশম কামানো, নখ কাটা ও গোঁফ ছোট করা মানুষের ফিতরতের অন্তর্ভুক্ত।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন