আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৬৪
আন্তর্জতিক নং: ৫৮৮৪

পরিচ্ছেদঃ ৩১১৯. শিশুদের মালা পরানো।

৫৪৬৪। ইসহাক ইবনে ইবরাহীম হানযালী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে মদীনার কোন এক বাজারে ছিলাম। তিনি (বাজার থেকে) ফিরে আসলেন। আমিও ফিরে আসলাম। তিনি বললেনঃ ছোট শিশুটি কেথায়? এ কথা তিনবার বললেন। হাসান ইবনে আলীকে ডাক। দেখা গেল, হাসান ইবনে আলী হেঁটে চলছে। তার গলায় ছিল মালা। নবী (ﷺ) এভাবে তার হাত উত্তোলন করলেন। হাসানও এভাবে নিজের হাত উত্তোলন করলেন। তারপর তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং বললেনঃ হে আল্লাহ! আমি একে ভালবাসি, আপনিও তাকে ভালবাসুন এবং যে ব্যক্তি তাকে ভালবাসে, তাকেও আপনি ভালবাসুন। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর একথা বলার পর থেকে হাসান ইবনে আলীর চেয়ে কেউ আমার কাছে অধিক প্রিয় হয়নি।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন