আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৭৬
৩১১২. যে লোক আংটির নাগিনা হাতের তালুর দিকে রাখে।
৫৪৫৭। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) স্বর্ণের একটি আংটি তৈরী করেন। যখন তিনি তা পরতেন, তখন তার নাগিনা হাতের তালুর দিকে রাখতেন। (তার দেখাদেখি) লোকেরাও স্বর্ণের আংটি তৈরী আরম্ভ করে। এরপর তিনি একদা মিম্বরে আরোহণ করেন। আল্লাহর প্রশংসা ও গুণাবলী বয়ান করার পর বলেনঃ আমি এ আংটি তৈরী করেছিলাম। কিন্তু তা আর পরব না। এরপর তিনি তা ছুড়ে ফেলেন। ফলে লোকেরাও (তাদের আংটি) ছুড়ে ফেলল। জুওয়ায়রিয়া (রাহঃ) বলেনঃ আমার ধারণা যে, বর্ণনাকারী (নাফি' রাহঃ) এ কথাও বলেছেন যে, আংটিটি তাঁর ডানহাতে ছিল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন