আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৫০
৩০৯৬. পশমহীন চামড়ার জুতা ও অন্যান্য জুতা পরিধান।
৫৪৩২। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আবু মাসলামা সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছি, নবী (ﷺ) ‘না’লাইন’ (চপ্পল বা জুতা) পায়ে দিয়ে নামায আদায় করেছেন কি? তিনি বলেছেনঃ হ্যাঁ।
