আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৪০৪
আন্তর্জতিক নং: ৫৮২১
পরিচ্ছেদঃ ৩০৮০. এক কাপড়ে পেঁচিয়ে বসা।
৫৪০৪। ইসমাঈল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দু’ধরনের কাপড় পরতে নিষেধ করেছেন। এক কাপড়ে পুরুষের এমনভাবে পেঁচিয়ে থাকা যে, তার লজ্জাস্থানের উপর সে কাপড়ের কোন অংশই থাকে না।
আর একটি কাপড় এমনভাবে পেঁচিয়ে পরা যে, শরীরের এক অংশ খোলা থাকে। আর ‘মুলামাসা’ ও ‘মুনাবাযা’ থেকেও (তিনি নিষেধ করেছেন)।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন