আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়

হাদীস নং: ৫১৮১
আন্তর্জতিক নং: ৫৫৮১

পরিচ্ছেদঃ ২৯৫১. আঙ্গুর থেকে তৈরী মদ

৫১৮১। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ‘উমর (রাযিঃ) মিম্বরের উপর দাঁড়িয়ে বলেন: হামদ ও সালাতের পর (জেনে রাখ) মদ হারাম হওয়ার আয়াত নাযিল হয়েছে। আর তা তৈরী হয় পাঁচ প্রকারের জিনিস থেকে আঙ্গুর, খেজুর মধু, গম, ও যব। আর মদ হল তাই, যা বিবেক-বুদ্ধিকে বিলোপ করে দেয়।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন