আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৯- কুরবানীর অধ্যায়

হাদীস নং: ৫১৫৫
আন্তর্জতিক নং: ৫৫৫৩

পরিচ্ছেদঃ ২৯৪১. নবী করীম (ﷺ) -এর দুটি শিংবিশিষ্ট মেষ কুরবানী করা। সে দুটি মোটাতাজা ছিল বলেও উল্লেখিত হয়েছে।
ইয়াহয়া ইবনে সা‘ঈদ (রাহঃ) বলেছেন: আমি আবু উমামা ইবনে সাহল থেকে শুনেছি, তিনি বলেছেন, মাদীনায় আমরা কুরবানীর পশুগুলোকে মোটাতাজা করতাম এবং অন্য মুসলমানরাও (তাদের কুরবানীর পশু) মোটাতাজা করতেন।

৫১৫৫। আদাম ইবনে আবু ইয়াস (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) দু’টি মেষ দ্বারা কুরবানী আদায় করতেন। আমিও কুরবানী আদায় করতাম দুটি মেষ দিয়ে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন