আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৯- কুরবানীর অধ্যায়

হাদীস নং: ৫১৫৩
আন্তর্জতিক নং: ৫৫৫১

পরিচ্ছেদঃ ২৯৪০. ঈদগাহে নহর ও কুরবানী করা

৫১৫৩। মুহাম্মাদ ইবনে আবু বকর মুকাদ্দামী (রাহঃ) ......... নাফি‘ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আব্দুল্লাহ (রাযিঃ) কুরবানী করার স্থানে কুরবানী করতেন। ‘উবাইদুল্লাহ বলেনঃ অর্থাৎ নবী করীম (ﷺ) -এর কুরবানী করার স্থানে (কুরবানী করতেন)।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন