আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৯- কুরবানীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৪৯
২৯৩৮. কুরবানীর দিন গোশত খাওয়ার আকাঙ্ক্ষা
৫১৫১। সাদাকা (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কুরবানীর দিন নবী করীম (ﷺ) বলেছেন: যে ব্যক্তি নামায আদায়ের পূর্বে যবেহ করেছে, সে যেন পুনরায় যবেহ করে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললঃ ইয়া রাসুলাল্লাহ! এটাতো এমন দিন যাতে গোশত খাওয়ার প্রতি আকাঙ্ক্ষা হয়। তখন সে তার প্রতিবেশীদের কথাও উল্লেখ করল এবং বলল আমার কাছে এমন একটি বকরির বাচ্চা আছে যেটি গোশতের দিক থেকে দুটি বকরি অপেক্ষাও উত্তম। নবী করীম (ﷺ) তাকে সেটিই কুরবানী করতে অনুমতি দিলেন। আনাস (রাযিঃ) বলেন আমি জানিনা, এ অনুমতি এই ব্যক্তি ব্যতীত অন্যের বেলায় প্রযোজ্য কিনা? এরপর নবী করীম (ﷺ) দু’টি ভেড়ার দিকে এগিয়ে গেলেন এবং সে দু’টিকে যবেহ করলেন। লোকজন ক্ষুদ্র একটি বকরির পালের দিকে উঠে গেল। এরপর ঐ গুলোকে বণ্টন করলো কিংবা তিনি বলেছেন, সেগুলোকে তারা যবেহ করে টুকরা টুকরা করে কাটলো।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন