আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৯১
২৯০৬. শিকারে অভ্যস্ত হওয়া সম্পর্কে
৫০৯৫। ইসমা‘ঈল (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) এর সূত্রে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে রয়েছে যে, তিনি বললেনঃ তোমাদের সাথে কি তার কিছু গোশত আছে?
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫০৯৫ | মুসলিম বাংলা