আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৭- আকীকার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৬৭
২৮৯৪. যে সন্তানের ‘আকীকা দেওয়া হবে না, জন্মগ্রহণের দিনেই তার নাম রাখা ও ‘তাহনীক’ করা (কিছু চিবিয়ে তার মুখে দেয়া)
৫০৭১। ইসহাক ইবনে নসর (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করলে আমি তাকে নিয়ে নবী করীম (ﷺ) -এর কাছে গেলাম। তিনি তার নাম রাখলেন ইবরাহীম। তারপর খেজুর চিবিয়ে তার মুখে দিলেন এবং তার জন্য বরকতের দু‘আ করে আমার কাছে ফিরিয়ে দিলেন। সে ছিল আবু মুসার বড় সন্তান।


বর্ণনাকারী: