আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪০০
২৮৪৮. ভূনা গোশত সম্বন্ধে। আল্লাহ তা‘আলার ইরশাদ: সে এক কাবাব করা গো-বৎস নিয়ে আসলো।
حَنِيذٍ অর্থ مَشْوِيٍّ ভূনা গোশত
৫০০৮। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন নবী করীম (ﷺ)-এর নিকট ভূনা গুঁইসাপ আনা হলে তিনি তা খাওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালেন। তখন তাকে বলা হলঃ এটাতো গুঁই, এতে তিনি হাত গুটিয়ে নিলেন। খালিদ (রাযিঃ) জিজ্ঞাসা করলেনঃ এটা কি হারাম? তিনি বললেনঃ না। যেহেতু এটা আমাদের এলাকায় নেই তাই আমি এটা খাওয়া পছন্দ করি না। তারপর খালিদ (রাযিঃ) তা খেতে থাকেন, আর রাসূলুল্লাহ (ﷺ) দেখছিলেন।
মালিক ইবনে শিহাব সূত্রে ضَبٍّ مَشْوِيٍّ এর স্থলে ضَبٍّ مَحْنُوذٍ বলেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন