আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৫- ভরণ পোষণ বাসস্থান অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩৫২
পরিবার-পরিজনের জন্য খরচ করার ফযীলত।
৪৯৬১। ইসমা‘ঈল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ বলেন, খরচ কর, হে, আদম সন্তান! আমিও খরচ করবো তোমার প্রতি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৪৯৬১ | মুসলিম বাংলা