আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩৪২
২৮১৭. শোক পালনকারিণী রং-করা সুতার কাপড় ব্যবহার করতে পারে।
৪৯৫২। ফযল ইবনে দুকায়ন (রাহঃ) ......... উম্মে ‘আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বলেছেনঃ আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোন মহিলার জন্য কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক পালন করা বৈধ হবে না। তবে স্বামীর ব্যাপার ভিন্ন। আবার সুরমা ও রঙীন কাপড়ও ব্যবহার করতে পারবে না। তবে সুতাগুলো একত্রে বেঁধে হালকা রং লাগিয়ে পরে তা দিয়ে কাপড় বুনলে তা ব্যবহার করা যাবে।

আনসারী (রাহঃ) ......... উম্মে ‘আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) নিষেধ করেছেন শোক পালন কারিণী যেন সুগন্ধি ব্যবহার না করে। তবে হায়েয থেকে পবিত্র হওয়া কালে (দুর্গন্ধ দূরীকরণার্থে) ‘কুস্ত’ ও ‘আযফার’ সুগন্ধি ব্যবহার করতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন