আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩২৭
২৮১০. স্বামীর গৃহে অবস্থান করায় যদি তালাকপ্রাপ্তা নারী তার স্বামীর পরিবারের লোকজনদের গালমন্দ দেয়ার বা তার ঘরে চোর প্রবেশ করা ইত্যাদির আশঙ্কা করে।
৪৯৪২। হিব্বান (রাহঃ) ......... ‘উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত যে, ‘আয়েশা (রাযিঃ) ফাতিমার কথাকে প্রত্যাখ্যান করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন