আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩১৯
২৮০৭. গর্ভবতী মহিলাদের ‘ইদ্দতের সময়সীমা সন্তান প্রসব করা পর্যন্ত।
৪৯৩৭। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... ‘আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি ইবনে আরকামের নিকট (এই মর্মে) একটি পত্র লিখলেন যে, তুমি সুবায়‘আ আসলামীয়্যাকে জিজ্ঞাসা কর নবী (ﷺ) তাকে কি প্রকারের ফতোয়া দিয়েছিলেন? সে উত্তরে বললঃ তিনি আমাকে সন্তান প্রসব করার পর বিয়ে করার ফতোয়া দিয়েছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন