আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩০৬
২৭৯৫. লি’আনকারীকে শপথ করানো
৪৯২৩। মুসা ইবনে ইসমা’ঈল (রাহঃ) ......... ‘আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, আনসারদের জনৈক ব্যক্তি তার স্ত্রীকে অপবাদ দিল। নবী (ﷺ) উভয়কে শপথ করালেন এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দিলেন।
