আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫২৬৬
২৭৭৬. (মহান আল্লাহর বাণী) এমন বস্তুকে আপনি কেন হারাম করছেন যা আল্লাহ্ আপনার জন্য হালাল করে দিয়েছেন ?
৪৮৮৮। হাসান ইবনে সাব্বাহ (রাহঃ) ......... সা‘ঈদ ইবনে যুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি ইবনে ‘আব্বাস (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে হারাম বলে ঘোষণা করে তবে তাতে কিছু (তালাক) হয় না। তিনি আরও বলেনঃ নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ) -এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে।
