আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫২৪৯
২৭৬৮. যারা বয়ঃপ্রাপ্ত হয়নি
৪৮৭৩। আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আবিস থেকে বর্ণিত যে, আমি জনৈক ব্যক্তিকে ইবনে ‘আব্বাস (রাযিঃ) -এর নিকট প্রশ্ন করতে শুনেছি যে, আপনি আযহা বা ফিতরের কোন ঈদে রাসূল (ﷺ) -এর সাথে উপস্থিত ছিলেন? তিনি উত্তর দিলেন, ‘হ্যাঁ’। তবে তাঁর সাথে আমার এত ঘনিষ্ঠতা না থাকলে সল্প বয়সের দরুন আমি তাঁর সাথে উপস্থিত হতে পারতাম না। তিনি (আরও) বলেন, রাসূল (ﷺ) বের হলেন। তারপর নামায আদায় করলেন, এরপর খুতবা দিলেন। ইবনে ‘আব্বাস (রাযিঃ) আযান ও ইকামতের কথা উল্লেখ করেননি। এরপর তিনি মহিলাদের কাছে এলেন এবং তাদেরকে ওয়াজ ও নসীহত করলেন ও তাদেরকে সাদ্‌কা করার আদেশ দিলেন। (রাবী বলেন,) আমি দেখলাম, তারা তাদের কর্ণ ও কণ্ঠের দিকে হাত প্রসারণ করে (গয়নাগুলো) বিলালের কাছে অর্পণ করছে। এরপর রাসূল (ﷺ) ও বিলাল (রাযিঃ) গৃহে প্রত্যাবর্তন করলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন