আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫২১৮
২৭৪৯. এক স্ত্রীকে অন্য স্ত্রীর চেয়ে বেশী ভালবাসা
৪৮৪২। ‘আব্দুল ‘আযীয ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে ‘আব্বাস (রাযিঃ) ‘উমর (রাযিঃ) থেকে শুনে বর্ণনা করেছেন যে, ‘উমর (রাযিঃ) হাফসা (রাযিঃ) -এর কাছে প্রবেশ করলেন এবং বললেন, হে আমার কন্যা! তার আচরণ-ব্যবহার দ্বারা বিভ্রান্ত হয়ো না, কারণ সে তার সৌন্দর্য ও তার প্রতি রাসূল (ﷺ) -এর ভালবাসার কারণে গর্ব অনুভব করে। এ কথার দ্বারা তিনি ‘আয়েশা (রাযিঃ) -কে বুঝিয়েছিলেন। তিনি আরও বললেন, আমি এ ঘটনা আল্লাহর রাসূলের কাছে বললাম। তিনি এ কথা শুনে মুচকি হাসলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন