আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১৫৬
২৭০২. ঐ নারীদের দু'আ যারা কনেকে সাজায় এবং বরকে উপহার দেয়
৪৭৮৩। ফারওয়া (রাহঃ) ......... ‘আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, যখন মহানবী (ﷺ) আমাকে শাদী করেন তখন আমার মা আমার কাছে এলেন এবং আমাকে ঘরের ভেতরে প্রবেশ করালেন, আমি সেখানে কয়েকজন আনসারী মহিলাকে দেখলাম। তারা মঙ্গল, বরকত ও সৌভাগ্য কামনা করে দু'আ করছিলেন।
