আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১২১
২৬৭৮. স্ত্রীলোকের সৎ পুরুষের কাছে নিজেকে (শাদীর জন্য) পেশ করা
৪৭৫০। সা‘ঈদ ইবনে আবু মারইয়াম (রাহঃ) ..... সাহল (রাযিঃ) থেকে বর্ণিত যে, একজন মহিলা এসে রাসূল (ﷺ) -এর কাছে নিজেকে পেশ করলেন। এক ব্যক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ! তাকে আমার সঙ্গে শাদী বন্ধনে আবদ্ধ করিয়ে দিন। তখন মহানবী (ﷺ) বললেন, তোমার কাছে কি আছে? সে উত্তর দিল, আমার কাছে কিছুই নেই। রাসূল (ﷺ) বললেন, যাও তালাশ কর, কোন কিছু পাও কিনা? যদি একটি লোহার আংটিও পাও (তা নিয়ে এসো)। লোকটি চলে গেলে এবং ফিরে এসে বলল, একটি কিছুই পেলাম না এমনকি একটি লোহার আংটিও না; কিন্তু আমার তহবন্দখানা আছে। এর অর্ধেকাংশ তার জন্য।
সাহল (রাযিঃ) বলেন, তার দেহে কোন চাঁদর ছিল না। অতএব মহানবী (ﷺ) বললেন, তোমার তহবন্দ দিয়ে কি করবে? যদি তুমি এটা পরিধান কর, মহিলার শরীরে কিছুই থাকবে না, আর যদি সে এটা পরিধান করে তবে তোমার শরীরে কিছুই থাকবে না। এরপর লোকটি অনেক্ষণ বসে রইল। এরপর মহানবী (ﷺ) তাকে চলে যেতে দেখে ডাকলেন বা ডাকানো হল এবং বললেন, তুমি কুরআন কতটুকু জান? সে বলল, আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে এবং সে সূরাগুলোর উল্লেখ করল। তখন মহানবী (ﷺ) বললেন, তুমি যে পরিমাণ কুরআন জান, তার বিনিময়ে তোমাকে তার সাথে শাদী দিলাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন