আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১২০
২৬৭৮. স্ত্রীলোকের সৎ পুরুষের কাছে নিজেকে (শাদীর জন্য) পেশ করা
৪৭৪৯। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... সাবিত আল-বুনানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাযিঃ) -এর কাছে ছিলাম। তখন তাঁর কাছে তাঁর কন্যাও ছিলেন। আনাস (রাযিঃ) বললেন, একজন মহিলা নিজেকে মহানবী (ﷺ) -এর কাছে সমর্পণ করতে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! আপনার কি আমার প্রয়োজন আছে? এ কথা শুনে আনাস (রাযিঃ) এর কন্যা বললেন,হায়! হায়! এ মহিলা কতইনা নির্লজ্জ। তা শুনে আনাস (রাযিঃ) বললেন ' সে মহিলা তোমার চেয়ে উত্তম, সে মহানবী (ﷺ) -এর সাহচর্য পেতে আকৃষ্ট হয়েছিল। এ কারণেই সে নবী (ﷺ) -এর কাছে নিজেকে পেশ করেছে।
