আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১১৫
২৬৭৭. অবশেষে রাসূল (ﷺ) মুতা’আ বিবাহ নিষেধ করেছেন
৪৭৪৬। মালিক ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... হাসান ইবনে মুহাম্মাদ ইবনে ‘আলী ও তাঁর ভাই আব্দুল্লাহ তাঁদের পিতা থেকে বর্ণনা করেন যে, ‘আলী (রাযিঃ) ইবনে আব্বাস (রাযিঃ)-কে বলেছেন, মহানবী (ﷺ) খায়বর যুদ্ধে মুতা’আ বিবাহ এবং গৃহপালিত গাধার গোশত খাওয়া নিষেধ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন