আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১১৪
২৬৭৬. ইহরামকারীর বিবাহ
৪৭৪৫। মালিক ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... জাবির ইবনে যায়দ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) আমাদেরকে জানিয়েছেন যে, ইহরাম অবস্থায় মহানবী (ﷺ) বিবাহ করেছেন।
