আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০৬০
২৬৪৬. যতক্ষণ মন চায় কুরআন তিলাওয়াত করা
৪৬৯৫। আবু নু’মান (রাহঃ) ......... জুনদুব ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেছেন, যতক্ষণ মন চায় তিলাওয়াত কর এবং মন যখন ক্লান্ত হয়ে পড়ে তখন ছেড়ে দাও।

‘আমর ইবন ‘আলী (র)....জুনদুব (রাযিঃ) থেকে বর্ণনা করেন, বাকী অংশ পূর্বের অনুরূপ।
হারেস ইবন ‘উবায়দ ও সা'ঈদ ইবন যায়দ আবূ 'ইমরান থেকে হাদীস বর্ণনায় তার অনুসরণ করেছেন।
আর আব্দুল্লাহ ইবনে আওন (রাহঃ).....উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন। আর জুনদুবের বর্ণনা অধিক সহীহ,
এবং অধিকাংশ জুনদুব থেকে বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন