আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ৪৬৭৮
আন্তর্জতিক নং: ৫০৪৩

পরিচ্ছেদঃ ২৬৩৭. সুস্পষ্ট ও ধীরে কুরআন তিলাওয়াত করা। এ সম্পর্কে আল্লাহর বাণীঃ কুরআন তিলাওয়াত কর ধীরে ধীরে সুস্পষ্টভাবে। আল্লাহ তা‘আলা ইরশাদ করেনঃ আমি কুরআন নাযিল করেছি যাতে তুমি তা মানুষের নিকট পাঠ করতে পার ক্রমে ক্রমে।
কবিতা পাঠের মতো দ্রুতগতিতে কুরআন পাঠ করা অপছন্দনীয়। يُفْرَقُ অর্থ-ধীরে ধীরে বর্ণনা করা হয়।
ইবনে আব্বাস বলেছেন, فَرَقْنَاهُ অর্থ- আমি তাকে ধীরে ধীরে বর্ণনা করেছি।

৪৬৭৮। আবু নু’মান (রাহঃ) ......... আবু ওয়ায়িল (রাহঃ) সূত্রে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। আবু ওয়ায়িল (রাহঃ) বলেন, আমরা একদিন সকালে আব্দুল্লাহ (রাযিঃ)-এর কাছে গেলাম। একজন লোক বলল, গতকাল সকালে আমি মুফাসসাল সূরা পাঠ করেছি। এ কথা শুনে আব্দুল্লাহ (রাযিঃ) বললেন, এত তাড়াতাড়ি পাঠ করা যেন কবিতা পাঠ করার মতো; অথচ আমরা রাসূল (ﷺ)-এর পাঠ শুনেছি এবং তা আমার ভালভাবে স্মরণ আছে। রাসূল (ﷺ) থেকে যে সমস্ত সূরা পাঠ করতে আমি শুনেছি, তার সংখ্যা মুফাসসাল হতে আঠারটি এবং আলিফ-লাম হামিম’ হতে দু’টি।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন