আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ৪৬৫৬
আন্তর্জতিক নং: ৫০২২
পরিচ্ছেদঃ ২৬২৭. কিতাবুল্লাহর ওসীয়ত
৪৬৫৬। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... তালহা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আবু আউফ (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, রাসূল (ﷺ) কি কোন ওসীয়ত করে গেছেন? তিনি বললেন, না। তখন আমি বললাম, যখন রাসূল (ﷺ) নিজে কোন ওসীয়ত করে যাননি, তখন কি করে মানুষের জন্য ওসীয়ত করাকে (কুরআন মাজীদে) বাধ্যতামূলক করা হল এবং তাদেরকে এজন্য নির্দেশ দেয়া হল। জবাবে তিনি বললেন, তিনি (নবী (ﷺ) আল্লাহর কিতাব (গ্রহণ)-এর ওসীয়ত করে গেছেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন