আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০০০
২৬২২. রাসূলুল্লাহ (ﷺ)-এর যে সব সাহাবী ক্বারী ছিলেন।
৪৬৩৮। উমর ইবনে হাফস (রাহঃ) ......... শাকীক ইবনে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আব্দুল্লাহ ইবনে মাস‘উদ (রাযিঃ) আমাদের সামনে ভাষণ দিলেন এবং বললেন, আল্লাহর শপথ। সত্তরেরও কিছু অধিক সূরা আমি রাসূল (ﷺ) এর মুখ থেকে হাসিল করেছি। আল্লাহর কসম! রাসূল (ﷺ) এর সাহাবীরা জানেন, আমি তাঁদের চাইতে আল্লাহর কিতাব সম্বন্ধে সর্বাধিক জ্ঞাত; অথচ আমি তাঁদের চাইতে উত্তম নই। শাকীক (রাহঃ) বলেন, সাহাবিগণ তাঁর বক্তব্য শুনে কি বলেন এ কথা শোনার জন্য আমি মজলিসে বসেছি, কিন্তু আমি কাউকে তার বক্তব্যে কোন আপত্তি উত্থাপন করতে শুনিনি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন