আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯৩৯
সূরা ইনশিকাক
মুজাহিদ (রাহঃ) বলেন, كِتَابَهُ بِشِمَالِهٰ অর্থাৎ সে পশ্চাৎদিক হতে নিজের আমলনামা গ্রহণ করবে। وَسَقَ অর্থ সে যেসব জীবজন্তু জমা করে। ظَنَّ أَنْ لَّنْ يَّحُوْرَ অর্থ সে ভাবত যে, সে কখনই আমার কাছে ফিরে আসবে না।
ইবনে আব্বাস (রা) বলেন, يوعون অর্থ তারা গোপন করে।
মুজাহিদ (রাহঃ) বলেন, كِتَابَهُ بِشِمَالِهٰ অর্থাৎ সে পশ্চাৎদিক হতে নিজের আমলনামা গ্রহণ করবে। وَسَقَ অর্থ সে যেসব জীবজন্তু জমা করে। ظَنَّ أَنْ لَّنْ يَّحُوْرَ অর্থ সে ভাবত যে, সে কখনই আমার কাছে ফিরে আসবে না।
ইবনে আব্বাস (রা) বলেন, يوعون অর্থ তারা গোপন করে।
৪৫৭৯। আমর ইবনে আলী, সুলাইমান ইবনে হারব ও মুসাদ্দাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন যে ব্যক্তিরই হিসাব নেয়া হবে, সে ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন। আল্লাহ কি বলেননিঃ “যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, তার হিসাব নিকাশ সহজেই নেয়া হবে” (৮৪ঃ ৭-৮)। এর উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ আয়াতে তো আমলনামা কিভাবে পেশ করা হবে তার উল্লেখ করা হয়েছে, অন্যথায় যার চুলচেরা হিসাব নেয়া হবে, সে ধ্বংস হয়ে যাবে।
