আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪৫৭১
আন্তর্জতিক নং: ৪৯৩১

পরিচ্ছেদঃ সূরা আল মুরসালাত।

৪৫৭১। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, এক গুহার মধ্যে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম। এমন সময় তাঁর প্রতি নাযিল হলো সূরা ওয়াল মুরসালাত। আমরা তাঁর মুখ থেকে সেটা হাসিল করছিলাম। এ সূরার তিলাওয়াতে তখনও রাসূলুল্লাহ (ﷺ) এর মুখ সিক্ত ছিল, হঠাৎ একটি সাপ বেরিয়ে এলো। রাসূল (ﷺ) বললেন, তোমরা ওটাকে মেরে ফেল। আব্দুল্লাহ (রা) বলেন, আমরা সেদিকে দৌড়ে গেলাম, কিন্তু সাপটি আমাদের আগে চলে গেল।
বর্ণনাকারী বলেন, তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা যেমন এর অনিষ্ট থেকে রক্ষা পেলে, তেমনি ঠিক ওটাও তোমাদের অনিষ্ট থেকে বেঁচে গেল।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন