আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৮৪
২৫৫২. আল্লাহ তাআলার বাণীঃ ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين "তোমরা যে খেজুর বৃক্ষগুলো কর্তন করেছ বা যেগুলোর কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ, তা তো আল্লাহরই অনুমতিক্রমে; এ তো এ জন্য যে, আল্লাহ পাপাচারিদের লাঞ্ছিত করবেন" (৫৯ঃ৫) عجوة এবং برنية ব্যতীত সকল খেজুরকেই لينة বলা হয়।
৪৫২৩। কুতায়বা (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বনু নাযীর গোত্রের খেজুর গাছ জ্বালিয়ে দিয়েছিলেন এবং কেটে ফেলেছিলেন। এ গাছগুলো ছির ‘বুওয়াইরা’ নামক স্থানে।
এরপর আল্লাহ তাআলা নাযিল করলেনঃ “তোমরা যে খেজুর গাছ কেটেছ বা যেগুলোকে কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ, তা তো আল্লাহরই অনুমতিক্রমে, এ জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন” (সূরা ৫৯, আয়াত ০৫)।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন