আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪৫১৪
আন্তর্জতিক নং: ৪৮৭৪

পরিচ্ছেদঃ ২৫৪৬. আল্লাহর বাণীঃ ولقد أهلكنا أشياعكم فهل من مدكر "আমি ধ্বংস করেছি তোমাদের মত দলগুলোকে। অতএব তা থেকে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?" (৫৪ঃ ৫১)

৪৫১৪। ইয়াহয়া (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন- আমি নবী (ﷺ) এর সামনে فَهَلْ مِنْ مُذَّكِرٍ পড়ার পর তিনি বললেনঃ فَهَلْ مِنْ مُدَّكِرٍ


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন