আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭৯৮
২৪৯৮ আল্লাহ তাআলার বাণীঃ "নিশ্চয়ই আল্লাহ এবং তার ফিরিশতারা নবীর প্রতি দরুদ পাঠ (প্রশংসা) করেন। হে মুমিনগণ (তোমরাও) তার প্রতি দরুদ ও সালাম পাঠ কর।
৪৪৪০। ইবরাহীম ইবনে হামযা (রাহঃ) ......... ইয়াযীদ থেকে বর্ণিত। তিনি (এমনিভাবে) বলেন, যেমনভাবে ইবরাহীম (আলাইহিস সালাম) এর উপর রহমত নাযিল করেছেন। আর বরকত নাযিল করুন মুহাম্মাদ (ﷺ) এর প্রতি এবং মুহাম্মাদের পরিজনের প্রতি, যেভাবে বরকত অবতীর্ণ করেছেন ইবরাহীম (আলাইহিস সালাম) এর প্রতি এবং ইবরাহীমের পরিবারের প্রতি।
আল্লাহ্ তাআলার বাণীঃ তোমরা তাদের মত হয়ো না, যারা মুসা (আলাইহিস সালাম) কে কষ্ট দিয়েছে।
ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, “মুসা (আলাইহিস সালাম) ছিলেন বড় লজ্জাশীল ব্যক্তি। আর এ প্রেক্ষিতে আল্লাহর এ বাণী, হে মু’মিনগণ! তোমরা তাদের মত হয়ো না, যারা মুসা (আলাইহিস সালাম) কে কষ্ট দিয়েছে। তারপর আল্লাহ্ তাআলা তাঁকে ওদের অভিযোগ থেকে পবিত্র করেছেন। আর তিনি ছিলেন আল্লাহর কাছে অতি সম্মানিত।
আল্লাহ্ তাআলার বাণীঃ তোমরা তাদের মত হয়ো না, যারা মুসা (আলাইহিস সালাম) কে কষ্ট দিয়েছে।
ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, “মুসা (আলাইহিস সালাম) ছিলেন বড় লজ্জাশীল ব্যক্তি। আর এ প্রেক্ষিতে আল্লাহর এ বাণী, হে মু’মিনগণ! তোমরা তাদের মত হয়ো না, যারা মুসা (আলাইহিস সালাম) কে কষ্ট দিয়েছে। তারপর আল্লাহ্ তাআলা তাঁকে ওদের অভিযোগ থেকে পবিত্র করেছেন। আর তিনি ছিলেন আল্লাহর কাছে অতি সম্মানিত।
