আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭৯৮
২৪৯৮ আল্লাহ তাআলার বাণীঃ "নিশ্চয়ই আল্লাহ এবং তার ফিরিশতারা নবীর প্রতি দরুদ পাঠ (প্রশংসা) করেন। হে মুমিনগণ (তোমরাও) তার প্রতি দরুদ ও সালাম পাঠ কর।
৪৪৩৯। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! এ তো হল সালাম পাঠ; কিন্তু কেমন করে আমরা আপনার প্রতি দরূদ পাঠ করব? তিনি বললেন, তোমরা বলবে, “হে আল্লাহ্! আপনার বান্দা ও আপনার রাসূল মুহাম্মাদ (ﷺ) এর প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে রহমত অবতীর্ণ করেছেন ইবরাহীমের পরিজনের প্রতি এবং মুহাম্মাদ (ﷺ) এর প্রতি ও মুহাম্মাদের (ﷺ) পরিজনের প্রতি বরকত অবতীর্ণ করুন, যেভাবে বরকত অবতীর্ণ করেছেন ইবরাহীম (আলাইহিস সালাম) এর প্রতি।
তবে বর্ণনাকারী আবু সালিহ লায়েস থেকে বর্ণনা করেছেন মুহাম্মাদ (ﷺ) ও তার পরিজনের প্রতি বরকত অবতীর্ণ করুন যেমন আপনি বরকত অবতীর্ণ করেছেন ইবরাহীমের পরিজনের প্রতি।
তবে বর্ণনাকারী আবু সালিহ লায়েস থেকে বর্ণনা করেছেন মুহাম্মাদ (ﷺ) ও তার পরিজনের প্রতি বরকত অবতীর্ণ করুন যেমন আপনি বরকত অবতীর্ণ করেছেন ইবরাহীমের পরিজনের প্রতি।


বর্ণনাকারী: