আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭৯৭
২৪৯৮ আল্লাহ তাআলার বাণীঃ "নিশ্চয়ই আল্লাহ এবং তার ফিরিশতারা নবীর প্রতি দরুদ পাঠ (প্রশংসা) করেন। হে মুমিনগণ (তোমরাও) তার প্রতি দরুদ ও সালাম পাঠ কর। আবুল ’আলীয়া (রাহঃ) বলেন, আল্লাহর সালাতের অর্থ নবীর প্রতি ফিরিশতাদের সামনে আল্লাহর প্রশংসা। ফিরিশতার সালাতের অর্থ- দুআ। ইবনে ’আব্বাস (রাযিঃ) বলেন, يُصَلُّوْنَ -এর অর্থ-বারকাতের দুআ করছেন। لَنُغْرِيَنَّكَ অর্থ আমি তোমাকে বিজয়ী করব।
৪৪৩৮। সাঈদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... কা’ব ইবনে উজরা (রাযিঃ) থেকে বর্ণিত। বলা হল, ইয়া রাসূলাল্লাহ! আপনার উপর সালাম (প্রেরণ করা) আমরা জানতে পেরেছি; কিন্তু সালাত কিভাবে? তিনি বললেন, তোমরা বলবে, “হে আল্লাহ্! তুমি মুহাম্মাদ (ﷺ) এবং মুহাম্মাদের (ﷺ) পরিজনের উপর রহমত অবতীর্ণ কর, যেমনিভাবে ইবরাহীম (আলাইহিস সালাম) এর পরিজনের উপর তুমি রহমত অবতীর্ণ করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ্! তুমি মুহাম্মাদ (ﷺ) এর উপর এবং মুহাম্মাদ (ﷺ) এর পরিজনের প্রতি বরকত অবতীর্ণ কর। যেমনিভাবে তুমি বরকত অবতীর্ণ করেছ ইবরাহীমের প্রতি ও তার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মর্যাদাবান।


বর্ণনাকারী: