আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪৪০৯
আন্তর্জতিক নং: ৪৭৬৬
পরিচ্ছেদঃ ২৪৮০. আল্লাহ্ তাআলার বাণীঃ “তারা নয়, যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে। আল্লাহ্ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।”
৪৪০৯। আবদান (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবায়র (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আবযা (রাযিঃ) আমাকে নির্দেশ দিলেন যে, আমি যেন ইবনে আব্বাস (রাযিঃ) এর কাছে এ দুটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি।وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا আমি তাকে (এ আয়াত সম্পর্কে) জিজ্ঞাসা করায় তিনি বললেন, এ আয়াতকে অন্য কিছু রহিত (মানসূখ) করেনি এবং وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ সম্পর্কেও জিজ্ঞাসা করলাম, তিনি [ইবনে আব্বাস (রাযিঃ)] বললেন, এ আয়াত মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন