আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭৬২
আল্লাহ তাআলার বাণীঃ আর তারা আল্লাহর সঙ্গে কোন ইলাহ কে ডাকে না। আল্লাহই যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে’। الثام মানে শাস্তি।
৪৪০৫। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ......... কাসিম ইবনে আবু বাযযা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি সাঈদ ইবনে জুবাঈর (রাহঃ) কে জিজ্ঞাসা করলেন, যদি কেউ কোন মু’মিন ব্যক্তিকে ইচ্ছাপূর্বক হত্যা করে; তবে কি তার জন্য তাওবা আছে? আমি তাঁকে এ আয়াত পাঠ করে শোনালাম وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ “আল্লাহ্ যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করে না।” সাঈদ (রাযিঃ) বললেন, তুমি যে আয়াত আমার সামনে পাঠ করলে, আমিও এমনিভাবে ইবনে আব্বাস (রাযিঃ)-এর সামনে এ আয়াত পাঠ করেছিলাম। তখন তিনি বললেন, এ আয়াতটি মক্কী। সূরা নিসার মধ্যকার মাদানী আয়াতটি একে রহিত করে দিয়েছে।