আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭৩২
২৪৫৫. আল্লাহ তাআলার বাণীঃ “তুমি লক্ষ্য করেছ তাকে, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেওয়া হবেই”।
৪৩৭৭। হুমায়দী (রাহঃ) ......... মাসরুক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি খাব্বাব (রাযিঃ) কে বলতে শুনেছি, তিনি (খাব্বাব) বলেন, আমি আস ইবনে ওয়ায়েল সাহমীর নিকট গেলাম। তার কাছে আমার কিছু পাওনা ছিল, তা আদায় করার জন্য। আস ইবনে ওয়ায়েল বলল, আমি তোমার প্রাপ্য তোমাকে দিব না যতক্ষণ তুমি মুহাম্মাদের প্রতি অবিশ্বাস না করো। [১] তখন আমি বললাম, না, এমনকি তুমি মরে গিয়ে আবার জীবিত হয়ে আসলেও তা হওয়ার নয়। আস ইবনে ওয়ায়েল বলল, আমি কি মরে যাবার পর আবার জীবিত হব? আমি বললাম, হ্যাঁ। আস ইবনে ওয়ায়েল বলল, নিশ্চয়ই তথায়ও আমার ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি থাকবে, তা থেকে আমি তোমার ঋণ পরিশোধ করব। তখন এ আয়াত অবতীর্ণ হয়ঃ “তুমি লক্ষ্য করেছ তাকে, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেওয়া হবেই”।
এ হাদীসখানা সাওরী ......... আ’মাশ থেকে বর্ণনা করেন।
[১] অর্থাৎ মুহাম্মাদ (ﷺ) কে নবী হিসেবে অস্বীকার করা।
এ হাদীসখানা সাওরী ......... আ’মাশ থেকে বর্ণনা করেন।
[১] অর্থাৎ মুহাম্মাদ (ﷺ) কে নবী হিসেবে অস্বীকার করা।


বর্ণনাকারী: